Pages

Thursday, January 26, 2012

মায়া সটওয়্যার দিয়ে মৌ মাছি তৈরি করা

আজ শিখব মায়া দিয়ে মৌ মাছি তৈরি করা ।


ধাপঃ ১-

 Maya  খুলি এবং Side view তে যাই এরপর EP Curve Tool টি সিলেক্ট করি।  ঠিক ছবিটি তে তা দেখানো হল।

ধাপঃ ২-

নিচের ছবিটির মত মৌ মাছির শরীর আঁকি ।




ধাপঃ ৩-

Curve টির উপর মাউস রেখে Right - click করে Vertex Mode সিলেক্ট করি।




ধাপঃ ৪-

এরপর Move Tool টি দিয়ে Curve টির বিভিন্ন অংশ ঠিক করি, যেন তা দেখতে মৌ মাছির মত লাগে।



ধাপঃ ৫-

F4 চেপে Surfeces মেনু সেট করি, তারপর Curve টি সিলেক্ট করে Surfeces মেনু হতে Revolve সিলেক্ট করি।


এবার Alt + MLB( মাউসের বাম বাটুন ) চেপে ঘুরিয়ে দেখুন, মৌ মাছির মুল শরির হয়েছে কিনা।



ধাপঃ ৬-

পুনরায়   EP Curve Tool দিয়ে নিচের ছবিটির মত মৌ মাছির পাখা আকি।





ধাপঃ ৭-

Edit Curves মেনু  সিলেক্ট করে,  Open/Close Curves সিলেক্ট করি।






ধাপঃ ৮-

Surfaces মেনু সিলেক্ট করে Planar চাপি।



ধাপঃ ৯-

মৌ মাছিটি  Smooth করার জন্য ৩ চাপি। তাহলে নিচের ছবিটির মত দেখাবে।



ধাপঃ ১০-

বামের পাখা টি তৈরি করার জন্য, ডান পাখাটি সিলেক্ট করে Edit menu চাপুন। তারপর Duplicate Special এর Box এ সিলেক্ট করি।


ধাপঃ ১১-

Scale  এর Z axis এ   -1 লিখি, এবং Duplicate Special এ চাপি। নিচের ছবিটি মত করে ।


ধাপঃ ১২-

এবার Move Tool দিয়ে পাখা টি সেট করি। তাহলে নিচের ছবিটির মত দেখাবে ।






ধাপঃ ১৩-

পুনরায় EP Curve Tool দিয়ে শিং তৈরি করি।





ধাপঃ ১৪- 

 একটি Circle আকি, তারপর Circle টি সিলেক্ট অবস্থায় Shift চেপে শিং টি সিলেক্ট করি, এরপর Surface মেনু হতে Extrude চাপি ।


কিন্তু শিং টি দেখতে অনেক মোটা লাগছে তাই না, তাই এখন তা সেট করতে হবে ।



ধাপঃ ১৫- 



 CTRL+A চাপি Attribute Editor টি আসলে  extrude1 tab এ যাই । 


Extrude History group হতে “Component Pivot” সিলেক্ট করি,  “Fixed Path” এবং  “ Use Profile Normal ” বক্সে মার্ক দেই এবং Scale এ ০.০ সেট করি।
ধাপঃ ১৬ -

Circle টি সিলেক্ট করে, Attribute Editor হতে  makeNurbCircle1 এ যাই,   radius = 0.1 সেট করি।


   

  ধাপঃ ১০ ও ধাপঃ ১১ অনুসরণ করে আরেকটি শিং তৈরি করি।  এবং লক্ষ্য করুন মৌ মাছি টি তৈরি হয়ে গেছে । 
























1 comment:

  1. Coin Casino (2021) ᐈ $20 No Deposit Bonus Codes
    Coin Casino was 인카지노 launched 1xbet korean back 메리트카지노 in 2019. It allows players to create their own casino games using the latest technology. These casino games will always

    ReplyDelete