Pages

Saturday, January 28, 2012

Maya দিয়ে LCD মনিটর তৈরি করা ।

Maya দিয়ে LCD মনিটর তৈরি করা । 










ধাপঃ ১ 

Maya খুলুন এবং Create মেনু তে যান, তারপর Polygon Primitives এ ক্লিক করে Cube এর পাশের বক্স এ ক্লিক করুন ।  



ক্লিক করলে নিচের ছবিটি দেখতে পাবেন ।  

ধাপঃ ২ 
তারপর নিচের মান গুলো যথা স্থানে বসিয়ে Create বাটনে ক্লিক করুন ।


ধাপঃ৩ 
তাহলে ঠিক নিচের ছবিটির মত একটি পলিগণ কিউব দেখতে পাবেন । 




ধাপঃ ৪ 
এবার কিউব টির উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করুন । এবার Face এ ক্লিক করুন ।




ধাপঃ ৫ 
এবার পিছনের ফেস টি ক্লিক করুন । 



ধাপঃ ৬ 
এবার Edit Polygons মেনুতে গিয়ে Extrude Face এ ক্লিক করুন। 

এবার Scale Tool দিয়ে নিচের সেপ টি তৈরি করুন ।  



ধাপঃ ৭ 

ধাপঃ ৪,৫,৬ অনুসরণ করে নিচের ছবিটির মত বানিয়ে নিন ।  





ধাপঃ ৮ 



একই ভাবে সামনের Face টি সিলেক্ট করে উপরের ধাপ গুলো অনুসরণ করে নিচের ছবির মত তৈরি করুন ।






ধাপঃ ৯ 
এবার মনিটর এর Stand তৈরির জন্য নিচের ছবি গুলো দেখে উপরের ধাপ গুলো অনুসরণ করুন । 













অবশেষে দেখুন আপনার মনিটর টি তৈরি হয়ে গেছে । 





Thursday, January 26, 2012

মায়া সটওয়্যার দিয়ে মৌ মাছি তৈরি করা

আজ শিখব মায়া দিয়ে মৌ মাছি তৈরি করা ।


ধাপঃ ১-

 Maya  খুলি এবং Side view তে যাই এরপর EP Curve Tool টি সিলেক্ট করি।  ঠিক ছবিটি তে তা দেখানো হল।

ধাপঃ ২-

নিচের ছবিটির মত মৌ মাছির শরীর আঁকি ।




ধাপঃ ৩-

Curve টির উপর মাউস রেখে Right - click করে Vertex Mode সিলেক্ট করি।




ধাপঃ ৪-

এরপর Move Tool টি দিয়ে Curve টির বিভিন্ন অংশ ঠিক করি, যেন তা দেখতে মৌ মাছির মত লাগে।



ধাপঃ ৫-

F4 চেপে Surfeces মেনু সেট করি, তারপর Curve টি সিলেক্ট করে Surfeces মেনু হতে Revolve সিলেক্ট করি।


এবার Alt + MLB( মাউসের বাম বাটুন ) চেপে ঘুরিয়ে দেখুন, মৌ মাছির মুল শরির হয়েছে কিনা।



ধাপঃ ৬-

পুনরায়   EP Curve Tool দিয়ে নিচের ছবিটির মত মৌ মাছির পাখা আকি।





ধাপঃ ৭-

Edit Curves মেনু  সিলেক্ট করে,  Open/Close Curves সিলেক্ট করি।






ধাপঃ ৮-

Surfaces মেনু সিলেক্ট করে Planar চাপি।



ধাপঃ ৯-

মৌ মাছিটি  Smooth করার জন্য ৩ চাপি। তাহলে নিচের ছবিটির মত দেখাবে।



ধাপঃ ১০-

বামের পাখা টি তৈরি করার জন্য, ডান পাখাটি সিলেক্ট করে Edit menu চাপুন। তারপর Duplicate Special এর Box এ সিলেক্ট করি।


ধাপঃ ১১-

Scale  এর Z axis এ   -1 লিখি, এবং Duplicate Special এ চাপি। নিচের ছবিটি মত করে ।


ধাপঃ ১২-

এবার Move Tool দিয়ে পাখা টি সেট করি। তাহলে নিচের ছবিটির মত দেখাবে ।






ধাপঃ ১৩-

পুনরায় EP Curve Tool দিয়ে শিং তৈরি করি।





ধাপঃ ১৪- 

 একটি Circle আকি, তারপর Circle টি সিলেক্ট অবস্থায় Shift চেপে শিং টি সিলেক্ট করি, এরপর Surface মেনু হতে Extrude চাপি ।


কিন্তু শিং টি দেখতে অনেক মোটা লাগছে তাই না, তাই এখন তা সেট করতে হবে ।



ধাপঃ ১৫- 



 CTRL+A চাপি Attribute Editor টি আসলে  extrude1 tab এ যাই । 


Extrude History group হতে “Component Pivot” সিলেক্ট করি,  “Fixed Path” এবং  “ Use Profile Normal ” বক্সে মার্ক দেই এবং Scale এ ০.০ সেট করি।
ধাপঃ ১৬ -

Circle টি সিলেক্ট করে, Attribute Editor হতে  makeNurbCircle1 এ যাই,   radius = 0.1 সেট করি।


   

  ধাপঃ ১০ ও ধাপঃ ১১ অনুসরণ করে আরেকটি শিং তৈরি করি।  এবং লক্ষ্য করুন মৌ মাছি টি তৈরি হয়ে গেছে ।