Maya দিয়ে LCD মনিটর তৈরি করা ।
ধাপঃ ১
Maya খুলুন এবং Create মেনু তে যান, তারপর Polygon Primitives এ ক্লিক করে Cube এর পাশের বক্স এ ক্লিক করুন ।
ধাপঃ ৮
একই ভাবে সামনের Face টি সিলেক্ট করে উপরের ধাপ গুলো অনুসরণ করে নিচের ছবির মত তৈরি করুন ।
ধাপঃ ১
Maya খুলুন এবং Create মেনু তে যান, তারপর Polygon Primitives এ ক্লিক করে Cube এর পাশের বক্স এ ক্লিক করুন ।
ক্লিক করলে নিচের ছবিটি দেখতে পাবেন ।
ধাপঃ ২
তারপর নিচের মান গুলো যথা স্থানে বসিয়ে Create বাটনে ক্লিক করুন ।
ধাপঃ৩
তাহলে ঠিক নিচের ছবিটির মত একটি পলিগণ কিউব দেখতে পাবেন ।
ধাপঃ ৪
এবার কিউব টির উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করুন । এবার Face এ ক্লিক করুন ।
ধাপঃ ৫
এবার পিছনের ফেস টি ক্লিক করুন ।
ধাপঃ ৬
এবার Edit Polygons মেনুতে গিয়ে Extrude Face এ ক্লিক করুন।
এবার Scale Tool দিয়ে নিচের সেপ টি তৈরি করুন ।
ধাপঃ ৭
ধাপঃ ৪,৫,৬ অনুসরণ করে নিচের ছবিটির মত বানিয়ে নিন ।
একই ভাবে সামনের Face টি সিলেক্ট করে উপরের ধাপ গুলো অনুসরণ করে নিচের ছবির মত তৈরি করুন ।
ধাপঃ ৯
এবার মনিটর এর Stand তৈরির জন্য নিচের ছবি গুলো দেখে উপরের ধাপ গুলো অনুসরণ করুন ।
অবশেষে দেখুন আপনার মনিটর টি তৈরি হয়ে গেছে ।